শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
৫ দিন আগে ধুমধামের সঙ্গে বিয়ে হয়, হাতে মেহেদির দাগ মুছেনি। রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে রুবেল নামে এক যুবকের।
এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, ইউনিয়নের সন্দীপ পাড়ায়।
সে ওই গ্রামের নুরুল হুদার ছেলে।
বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে না ওঠায় নববধু কামরুন নাহার ডাকতে গেলে তার অবস্থা অস্বাভাবিক দেখে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রুবেলের চাচাতো ভাই আবদুল খালেক জানান, বড়ঘোপ বাজারের আবিদ কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন রুবেল।উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের মৃত আজিজুল হকের কন্যা কামরুন নাহার (১৯) কে বিয়ে করে।
এদিকে, রুবেলের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। কিছুতেই যেন এমন মৃত্যু মেনে নিতে পারছে না তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।