মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বান্দরবান জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসাবে মোঃ তারিকুল ইসলাম পিপিএম (৭৯০৬১১৭৯৮১ কে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত ৯৩১ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মোঃ তারিকুল ইসলাম পিপিএম সহ বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৪ জন একই পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশ সুপার হিসাবে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়।
বান্দরবানের নতুন এসপি পদে নিয়োগ পাওয়া মোঃ তারিকুল ইসলাম পিপিএম বর্তমানে ১৬ এপিবিএন এর অধিনায়ক হিসাবে কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত আছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।