মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের ফকির পাড়া নিবাসী, বর্তমানে কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসিন্দা, স্বনামধন্য ব্যবসায়ী শেফাউল হক ভুট্টো (৩৭) আর নেই। বুধবার ৩ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের নিকটাত্মীয় বিশিষ্ট ব্যাংকার, টেকপাড়া সোসাইটি’র সভাপতি এম. জাহেদ উল্লাহ জাহেদ সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

মরহুম শেফাউল হক ভুট্টো কক্সবাজারের এক সময়ের স্বনামধন্য ব্যবসায়ী মরহুম আবু সুলতান নাগু কোম্পানি ও মরহুমা রশিদা বেগমের দ্বিতীয় পুত্র। খুরুস্কুল ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, সমাজকর্মী হাজী আবু তাহের এবং ব্যবসায়ী নাজমুল হক লেড়ু’র এর ভ্রাতুষ্পুত্র। শেফাউল হক ভুট্টো জন্ডিসে আক্রান্ত হয়ে বুধবার ৩ আগস্ট সকালে ইউনিয়ন হাসপাতালে ভর্তি ছিলেন। ভর্তিকালে তাঁর দেহে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা স্বাভাবিকের চাইতে অনেকে কম ছিলো বলে জানা গেছে।

শেফাউল হক ভুট্টোর মৃতদেহ কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসভবনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মৃতদেহ খুরুস্কুল ফকির পাড়ায় নেওয়া হবে বলে মরহুমের চাচা সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান জানিয়েছেন। শেফাউল হক ভুট্টো মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।

জানাজা :
শেফাউল হক ভুট্টোর নামাজে জানাজা বৃহস্পতিবার ৪ আগস্ট জোহরের নামাজের পর খুরুস্কুলের ফকির পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে শেফাউল হক ভুট্টোকে স্থানীয় কবরস্থানে মাতা পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে এম. জাহেদ উল্লাহ জাহেদ সিবিএন-কে জানিয়েছেন।