বলরাম দাশ অনুপম : কক্সবাজার সমুদ্র সৈকতে কিটকট ব্যবসায়ীদের নিয়ম মানাতে অভিযান শুরু করেছে টুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (৪ অাগস্ট) সকাল ১১ টায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, বীচ ম্যানেজমেন্ট কমিটির শর্তানুযায়ী সৈকতে একটি কিটকট চেয়ার থেকে আরেকটি চেয়ারের দূরত্ব কমপক্ষে ৫ ফিট রাখতে হয়। কিন্তু এই শর্ত ভঙ্গ করে অনেক কিটকট ব্যবসায়ী কম দূরত্ব রেখে বেশি সংখ্যক চেয়ার বসিয়ে ব্যবসা করে অাসছে। টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, এখন পর্যটকদের ভিড় অনেক বেশি, এজন্য কিটকট ব্যবসায়ীদের ৫ দিন সময় বেধে দেয়া হয়েছে। এই সময়ের তারা দুটি চেয়ারের মাঝে ৫ ফিট দূরত্ব নিশ্চিত করবেন। অন্যথায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার সমুদ্র সৈকতে কিটকট ব্যবসায়ীদের নিয়ম মানাতে অভিযান শুরু
