মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
পারিবারিক কলহের জের ধরে বান্দরবান জেলার লামা উপজেলায় ইয়াছমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাদামটিলা পাড়ায় এ ঘটনা ঘটে। ইয়াছমিন আক্তার বাদামটিলা পাড়ার বাসিন্দা মো. নবী হোসেনের স্ত্রী।
সূত্র জানায়, ইয়াছমিন আক্তারের সাথে গত ছয় মাস আগে একই এলাকার মো. নবী হোসেনের ইসলামি শরিয়ত মতে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস তাদের সংসার সুখে কাটলেও সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রী উভযের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইয়াছমিন আক্তার ঘরের একটি কক্ষের আঁড়ার সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ইয়াছমিন আক্তারের লাশ ঝুঁলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনেরা।
এ বিষয়ে গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. কুতুব উদ্দিন খান লিয়ন বলেন, খবর পেয়ে গৃহবধূ ইয়াছমিন আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।