শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৪ আগস্ট ) সকালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার,
কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম হাছান কুতুবী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটিসহ প্রমুখ।

ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন,সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো একীভূত হয়ে কাজ করলে তৃনমুল পর্যায়ে জনগণ উপকৃত হবে এবং নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ করা যাবে বলে জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।