নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার আসর নামাজের পর খুরুশকুল রোডস্থ মসজিদে সুফিয়াতে দোয়া মাহফিল ও মোনাজাত হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার সংগঠক মোরশেদ হোসাইন তানিমের সৌজন্যে বিকেল ৫ টায় শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ।

এ সময় জেলা কৃষকলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা শেখ ইয়াকুব আলী ইমন, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ শফিক, এনামুল হক রনি, মোবারক হোসেন, নেজাম উদ্দিন, মাঈন উদ্দিন সিকদার, ফারদিন হাসান কাফি, মিনহাজুল ইসলাম সোহাগ, আব্দুল্লাহ আল মারুফ, আনোয়ার হোসেনসহ এসময় অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খুরুশকুল রোডস্থ মসজিদে সুফিয়ার সহকারী ইমাম মাওলানা আজিজুল হক।