সংবাদ বিজ্ঞপ্তি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান, আশেক উল্লাহ রফিক এমপি, এডভোকেট রনজিত দাশ, নুরুল আবছার চেয়ারম্যান, ইউনুস বাঙালি, অ্যাডভোকেট তাপস রক্ষিত, এম এ মনজুর, আবু হেনা মোস্তফা কামাল, অ্যাডভোকেট সুলতানুল আলম, জিএম কাশেম, হামিদা তাহের, এডভোকেট জিয়াউদ্দিন, এবি সিদ্দিক খোকন, মৌলানা নুরুল আলম সরকার, হাসান তারেক রিদওয়ানুল হক।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এগিয়ে যাওয়া বিএনপি-জামাতের পছন্দ নয়। তাই তারা দেশী-বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে মানুষ হত্যা করে দেশের শান্ত পরিবেশ অশান্ত করার পায়তারা করছে।

নেতৃবৃন্দ বলেন, দেশে সব কিছুর স্বভাবিক মওজুদ থাকা সত্বেও তারা নেই নেই বলে অপপ্রচার চালিয়ে দেশকে কৃত্রিম শ্রীলংকা বানানোর স্বপ্ন দেখছে। তারা অপপ্রচারে ও ষড়যন্ত্রে বিশ্বাসী। দেশের জনগনের উপর তাদের আস্থা নেই। তারা তাদের বিদেশি প্রভুদের কাঁদে ভর করে ক্ষমতায় আসতে চায়। তারা জানে নির্বাচনে অংশ নিলে তাদের অবস্থা ২০১৮ সালের চেয়ে ও ভয়াবহ হবে। তাই বিএনপি – জামাত দেশী বিদেশি ষড়যন্ত্রকারীদের নিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
নেতৃবৃন্দ যে কোন ষড়যন্ত্র কঠোর ভাবে মোকাবিলা করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।