মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি নেতা ওবাইদুল হালিম চৌধুরী আর নেই। শনিবার ৬ আগস্ট সকাল ৭ টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

বিএনপি নেতা ওবাইদুল হালিম চৌধুরী বৃহত্তর কক্সবাজার সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মোক্তারকুল গ্রামের মরহুম আবুল ফজল চৌধুরীর পুত্র। ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন মরহুম ওবাইদুল হালিম চৌধুরী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।