আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‌্যাপিড এ্যাকশন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শনিবার (৬ আগস্ট) সাড়ে ৬ টার দিকে টেকনাফ থানাধীন হৃীলা ইউপিস্থ দক্ষিণ লেদা সাকিনে মোচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামক এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল বর্ণীত স্থানে পৌঁছালে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল মোচনী নয়াপাড়া ২৬ নম্বর ক্যাম্পের এফসিএন নং-২৬৭২৯৩,ব্লক নং-এইচ-১০ এর বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে জাফর আলম (৩৬) অস্থায়ী বিজিবি ক্যাম্পের সামনে থেকে আটক করতে সক্ষম হয়।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার সাথে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ১টি থ্রি-কোয়াটার দেশীয় বন্দুক, ৩টি দেশীয় বন্দুক ও ২রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় টেকনাফ নয়াপাড়া মোচনী ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল।

তিনি আরো জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।