দেশ রূপান্তর: জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে মালিকদের দাবির মুখে আবারও বাস ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল শনিবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৪০ পয়সা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সার স্থলে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে কিলোমিটাপ্রতি ভাড়া বাড়ল ২২ শতাংশ। অন্যদিকে মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা ঠিক করা হয়েছে। এক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ল ১৬.২৭ শতাংশ। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। আজ রবিবার থেকে নতুন ভাড়ার এই হার কার্যকর হবে।

পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

এর আগে গতকাল বিকেল ৫টায় শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

২০২১ সালের নভেম্বরে সর্বশেষ দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল। এ ছাড়া মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল।

তেলের মূল্যবৃদ্ধি বেড়েছে লঞ্চের ভাড়া : জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বাড়াতে চাইছেন লঞ্চমালিকরা। ইতিমধ্যে বেশ কয়েকটি নৌরুটে লঞ্চ ভাড়া বাড়ানোও হয়েছে। লঞ্চমালিকদের দাবি, শুধু জ্বালানি তেল নয় মবিল, গ্রিজ অয়েলের দামও দ্বিগুণ হয়ে গেছে। এ অবস্থায় সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন সম্ভব নয়। এ বিষয়ে বৈঠকও করেছেন লঞ্চমালিকরা।

গতকাল শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল দেশ রূপান্তরকে বলেন, ‘তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের মালিক তেলের মূল্যবৃদ্ধি বেড়েছে লঞ্চের

ভাড়া সমিতির একটা বৈঠক হয়েছে। সেখানে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি। সেসব প্রস্তাবনা আমরা বিআইডব্লিউটিএর কাছে পাঠাব। আমরা চাই ভাড়ার বিষয়ে তারা একটা সমন্বয় করবে।’

গত শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রোলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রস্তাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। সে হিসেবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৯ দশমিক ১৮ শতাংশ।

অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ার খবরে লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে বদিউজ্জামান বলেন, ‘আমাদের এখন পর্যন্ত নির্দেশনা চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া। অনেকেই ভাড়া বেশি নিচ্ছে। না নিয়ে তো উপায় নেই। ১৬ হাজার টাকার তেল এখন ২৫ হাজার টাকা। তার ওপর লঞ্চের ব্যবসা এখন সবচেয়ে খারাপ। সরকারের হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে আমাদের আরও বড় ক্ষতি হয়ে যাবে। ভাড়া না বাড়ালে আমাদের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।’