কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় মাদক মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

রবিবার (৭ আগষ্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ৷

গ্রেফতাকৃত ব্যক্তি হলেন,মৃত রশিদ আহমদের ছেলে আবদুল মন্নান। সে আলী আকবর ডেইল ইউনিয়নে ৩নং ওয়ার্ড়ের আবদুল হাদী সিকদার পাড়া এলাকার বাসিন্দা।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর হায়দার জানান, আবদুল মন্নান দীর্ঘদিনের মাদক মামলার পলাতক আসামী। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম তাকে
গ্রেফতার করে। যার মামলা নং-৪৩/৭৭৮। আইনি প্রকৃয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে৷ অপরাধ ও মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।