মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার এসএসসি ১৯৮৪ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাকালীন সদস্য আমানুল হক আমান এর মৃত্যুতে এসোসিয়েশন এর সকল সদস্য গভীর শোক করেছেন।

এসোসিয়েশন এর সদস্যরা তাদের সহপাঠী আমানুল হক আমান এর আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। আমানুল হক আমানকে স্বজ্জন, অমায়িক, বন্ধু বৎসল হিসাবে উল্লেখ করে তার মৃত্যুতে এসোসিয়েশন সদস্যরা একজন সুন্দর ও সাদা মনের মানুষকে হারিয়েছেন বলে এক শোকবার্তায় উল্লেখ করেন।

প্রসঙ্গত, কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের মনুপাড়া নিবাসী আমানুল হক আমান (৫৫) সোমবার ৮ আগস্ট ভোর সাড়ে ৫ টার দিকে কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরা ব্রিকফিল্ড রোডের বাসবভনে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুম আমানুল হক আমান খুরুস্কুলের মরহুম ছৈয়দ উল্লাহ বহদ্দারের ২য় পুত্র। মৃত্যুকালে আমানুল হক আমান স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

সোমবার ৮ আগস্ট আছরের নামাজের পর খুরুস্কুল মনুপাড়া জামে মসজিদ মাঠে মরহুম আমান হক আমান এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।