মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মনুপাড়া নিবাসী আমানুল হক আমান এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার ৮ আগস্ট আছরের নামাজের পর খুরুশকুল মনুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত জানাজায় মসজিদের খতিব মাওলানা হারুন কুতুবী ইমামতি করেন।

জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লীর সমাগম ঘটে। জানাজার পূর্বে মরহুমের জীবনের স্মৃতিচারণ করে খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আমানুল হক আমান, সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, মফিজ উদ্দিন, নবীউল হক, মরহুমের ছোট ভাই নেজাম উদ্দিন বক্তব্য রাখেন। বক্তারা আমানুল হক আমানকে স্বজ্জন, অমায়িক, বন্ধু বৎসল, সহজসরল একজন সুন্দর ও সাদা মনের মানুষ হিসাবে উল্লেখ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

জানাজা শেষে মনুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে আমানুল হক আমানকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

প্রসঙ্গত, কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের মনুপাড়া নিবাসী আমানুল হক আমান (৫৫) সোমবার ৮ আগস্ট ভোর সাড়ে ৫ টার দিকে কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরা ব্রিকফিল্ড রোডের বাসবভনে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুম আমানুল হক আমান খুরুস্কুলের মরহুম ছৈয়দ উল্লাহ বহদ্দারের ২য় পুত্র। মৃত্যুকালে আমানুল হক আমান স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

মরহুম আমানুল হক আমান কক্সবাজার এসএসসি ১৯৮৪ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।