নিজস্ব প্রতিবেদক
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার সদর উপজেলার উদ্যোগে শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ মহিলা, পথ শিশু ও শ্রমজীবী মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট একরামুল হুদার নেতৃত্বে খাবার বিতরণকালে সহ-সভাপতি নুরুল কবির খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইদ্রিস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল কাদের, ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক আরমান, খুরুশকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার, পিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হেলাল সিকদার, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বেলাল উদ্দিন, পোকখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ এনাম সাংগঠনিক সম্পাদক শওকত আলমসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি এডভোকেট একরামুল হুদা (স্পেশাল পি. পি) বলেন, এই মহীয়সী নারী বঙ্গবন্ধুর পাশে থেকে প্রেরণা যুগিয়ে মহান স্বাধীনতা আন্দোলনসহ সমস্ত লড়াই সংগ্রামে অনন্য ভুমিকা রেখেছেন।
৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরনের উসিলায় মহান আল্লাহ যেন এই মহিয়সী নারীকে জান্নাতুল ফেরদৌসে নসীব করেন।