এম বশির উল্লাহ, মহেশখালী:

মহেশখালীতে গভীর রাতে গ্রীলের তালা ভেঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯ আগষ্ট গভীর রাতে চুরির ঘটনাটি সংগঠিত হয়েছে।

মুন্সিরডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাঈদ আল করিম জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে স্কুল খুলতে গিয়ে দেখি স্কুলের নতুন ভবনের গ্রীলের তালা ভাঙ্গা, ওয়াস ব্লকের গ্রীলের তালা ভ্ঙ্গাা, সরকারী শিক্ষকদের সাথে নিয়ে দোতলায় গিয়ে দেখি বেসিন , টয়লেটের পানির সব (ট্যাপ) নেই। এবং ওয়াস ব্লকের মটর ও পানির কল নেই এছাড়াও স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়মিত ব্যবহারের পানির বেশ কিছু সামগ্রী চুরি করেছে। বিষয় দ্রুত স্কুলের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড মেম্বার, সুশিল সমাজের প্রতিনিধিদের অবহিত করা করি।

অত্র প্রতিষ্ঠানের একাধিক শিক্ষকগণ জানান, মহেশখালীর প্রায় সরকারী স্কুলে দপ্তরী রয়েছে কিন্তু দুঃখ জনক ভাবে আমাদের স্কুলে দপ্তরী নিয়োগ হয়নি অদ্যবদি, সেই সুযোগ কে কাজে লাগিয়ে চুরের দল প্রায় সময় হানা দেয় এই প্রতিষ্ঠানে। দ্রুত দপ্তরী নিয়োগ করা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। শিক্ষা প্রতিষ্টানে চুরি বিষয়টি দুঃখ জনক।

এদিকে স্থানীয়রা জানান, গভীর রাতে শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল যারা চুরি করেছে তারা দেশ ও জাতির শত্রু। এমন নেক্কার জনক ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে হবে স্কুল পরিচালনা কমিটিকে। এব্যপারে ১০ আগষ্ট প্রধান শিক্ষক বাদী হয়ে মহেশখালী থানায় সাধারন ডাইরী করা হয়েছে। যাহার ডাইরী নং ৪৭৭/১০/৮/২২।