আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটের জংগল ঈদগড় মৌজার পানেরছড়া ক্যাম্পের চর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে ১৬ একর বনভূমি জবরদখল মুক্ত করে পরিচালন ব্যয় খাতে ২০২১-২০২২ অর্থ বছরে সামাজিক বনায়ন সৃজন করেছে বনবিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন।
বনবিভাগ সূত্রে জানা যায়, বিগত ২ মাস পূর্বে বনবিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩৫ থেকে ৪০ বছরের জবরদখলকৃত জায়গা ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁনের নেতৃত্বে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা মংয়ু মারমা ও একদল বনকর্মী ও ভিলেজারদের সহযোগিতায় অভিযান চালিয়ে ১৬ একর তথা ৬ হেক্টর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়।
পরবর্তীতে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের পরামর্শে উচ্ছেদকৃত সংরক্ষিত বনাঞ্চলে স্বল্প মেয়াদী সামাজিক বাগান সৃজন করা হয়েছে। এরফলে সংরক্ষিত বনাঞ্চলের বনভূমি নিরাপত্তা নিশ্চিত হলো। বনভূমি যারা জবরদখল করেছিলো তাদের সামাজিক বনায়নের উপকারভোগী হিসেবে নিয়োজিত করা হয়েছে । আগামী ১০ বছর পর বাগানটি পরিপূর্ণতায় রুপ দিবে। এরমধ্যে বনবিভাগের প্রচেষ্টায় বাগানটির সৃজন কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন বলেন, পুরাতন জবরদখলকৃত সংরক্ষিত বনাঞ্চল জবরদখল মুক্ত করে পরিচালন ব্যয় খাতে স্বল্প মেয়াদী বাগান সৃজন করা হয়েছে। যারা জবরদখলকারী ছিলো তারা যাতে এমন কাজের সাথে জড়িত না থাকে সেজন্য তাদের সামাজিক বনায়নের উপকারভোগী করা হয়েছে । বর্তমানে সৃজনকৃত ৬ হেক্টর বাগানে ১৫ জন উপকারভোগী রয়েছে। বাগান সৃজন করা হলে জবরদখলকারীরা পুনরায় জবরদখল করতে সুযোগ পাবে না। আমি মনে করি এভাবে বাগান সৃজন করলে বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চল নিরাপত্তার বেষ্টনীর মধ্যে আবদ্ধ থাকবে এবং স্থানীয় জনসাধারণ সহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার ব’লেন,৩৫ থেকে ৪০ বছরের জবরদখলকৃত সংরক্ষিত বনাঞ্চল জবরদখল মুক্ত করে বাগান সৃজন নিঃসন্দেহে উপকার বয়ে আনবে। বাগানের ফলে উপকারভোগীরা সময়ের পরিক্রমায় চমৎকার ফিডব্যাক পাবেন। জবরদখলকারীরা যাতে আবারো বনভূমি জবরদখল করতে না পারে সেজন্য উচ্ছেদকৃত সংরক্ষিত বনভূমিতে বনবিভাগ এ ধরনের বাগান সৃজন অব্যাহত রাখবে। সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় সংরক্ষিত বনাঞ্চল পুনঃপ্রতিষ্ঠাসহ সামাজিক বনায়ন সৃজনের মাধ্যমে ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারবো।
১৬ একর বনভূমি জবরদখল মুক্ত করে সামাজিক বনায়ন সৃজন করলো বনবিভাগ
