প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়-স্বাধীনতা ব্যাচ ‘৭১ এর উদ্যোগে ১৩ আগষ্ট ‘২২ তারিখ শহীদ তিতুমীর ইন্সটিটিউটে মাস্টার শফিকুল হক এর সভাপতিত্বে ও মাস্টার মোস্তাক আহমদ এর সঞ্চালনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী মরহুম ওবায়দুল হালিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মরহুম মন্জুর আলম ও মরহুম আসমত আলীগণের ইছালে ছোয়াব ও মাগফিরাত কামনার্থে পবিত্র খতমে কুরআন,দোয়া মাহফিলেও স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় মরহুম বন্ধুদের বর্ণাঢ্য জীবনির উপর বক্তব্য রাখেন, সংগঠনের

সহসভাপতি যথাক্রমে মুহম্মদ শফিকুর রহমান, মাস্টার মোহাম্মদ হোসাইন, মনসুর আহমদ, সম্পাদক অছিউর রহমান,যুগ্ম সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্লাহ সিকদার, সেলিম উল্লাহ কুতুবী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন, গোলাম কাদের, এ,কে,এম জসিম উদ্দিন, সার্ভেয়ার মীর কাসেম, মোঃ শাহাবুদ্দিন, এডঃ এটিএম শেফাউল হক, শফিকুল হক, শাহাদাত হোসাইন, শের আলী। এতে আরো উপস্থিত ছিলেন মরহুম মন্জুর আলম এর জ্যােষ্ঠ পুত্র মোঃ তৌফিক এনাম ও মরহুম ওবায়দুল হালিম চৌধুরীর পুত্র আবু নাছের প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ হেলাল উদ্দিন। এতে কোরআনী হাফেজ শিক্ষার্থী উপস্থিত সকলের মাঝে

মধ্যহৃ খাবার পরিবেশন করা হয়। “বন্ধুর তরে বন্ধু ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর সভার এক পর্যায়ে

স্বাধীনতা ব্যাচ ‘ ৭১ কর্তৃক আগামী ২৪ ডিসেম্বর’২২ ইং ত্রি-বার্ষিকী সাধারণ সভার দিন ঘোষণা করা হয়।