https://www.facebook.com/CBN.Video/videos/840603443989563
কামাল শিশির:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের (২৪) মরদেহ উদ্ধার হয়েছে।
১৭ আগস্ট দুপুরে সুগন্ধা চ্যানেল থেকে লাইফগার্ড ও বিচকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, সোমবার (১৫ আগস্ট) দুপুরে কলাতলী পয়েন্ট থেকে মারুফ নিখোঁজ হয়।
এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
১৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকর্মীরা। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।