মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চট্টগ্রাম বিভাগের আদালত সমুহের মধ্যে কক্সবাজার জেলা জজশীপে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কক্সবাজার সফরকালে এ তথ্য নিশ্চিত হন। এজন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ফরিদুল আলম-কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী’র সাথে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম সহ অন্যান্যরা সাক্ষাৎ করতে গেলে প্রধান বিচারপতি সন্তোষ প্রকাশ করে পিপি-কে এ ধন্যবাদ জ্ঞাপন করেন। শুক্রবার ১৯ আগস্ট সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও জেলার শীর্ষ আইন কর্মকর্তাগণ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী’র সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, কক্সবাজারের জিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক উপস্থিত ছিলেন।
এসময় পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম প্রধান বিচারপতি অবহিত করেন-মামলার প্রচুর আধিক্য থাকা সত্বেও বিচারের জন্য প্রস্তুত থাকা মামলা সমুহ নিষ্পত্তি করতে সাক্ষীদের আদালতে হাজির করার জন্য প্রসিকিউসনের পক্ষ থেকে সকল প্রক্রিয়া অবলম্বন করে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ফলে সাক্ষীর আদালতে হাজির হতে বাধ্য হচ্ছে। এজন্য কক্সবাজারে অতীতের তুলনায় অনেক বেশি সংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি করার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী-কে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এসময় কৃতজ্ঞতা জানান।
দেশের প্রধান বিচারপতি কর্তৃক ধন্যবাদ প্রাপ্তির প্রতিক্রিয়ায় পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন-প্ররিশ্রম করে মূল্যায়ন হলে অবশ্যই ভাল লাগে। দেশের বিচার বিভাগের প্রধানের কাছ থেকে এরকম স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে বিশাল প্রাপ্তি। এ ধন্যবাদ প্রাপ্তিতে তিনি আরো অনুপ্রাণিত ও উৎসাহিত হয়েছেন এবং তাঁর কাজের গতি আরো তরান্বিত হবে বলে মন্তব্য করেন-পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম।
সাক্ষাতকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও জেলার শীর্ষ আইন কর্মকর্তাগণ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রবাল পাথর উপহার দেন।
প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ দিনের সফরে গত বৃহস্পতিবার ১৮ আগস্ট বিকেলে স্বপরিবারে কক্সবাজার আসেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুক্রবার ১৯ আগস্ট বিকেল ৩ টায় কক্সবাজারে ২ দিনের সফর শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।