প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের ঝিংলংজার বৃহত্তর খরুলিয়ার মুন্সিরবিল এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও কক্সবাজার বাস টার্মিনাল সিঙ্গার শো-রুমের ব্যবস্থাপক কেএম রহিম উদ্দীনের মা আনোয়ারা বেগম (৮২) আর নেই।

সোমবার (২২ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের ডেলটা হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি—রাজেউন)।

মরুহুমা আনোয়ারা বেগম বাংলাবাজার চুরুতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি আবল হাই এর কন্যা ও মুন্সিরবিল এলাকার মরহুম আবদু শুক্কুর সিকদারে স্ত্রী। তিনি এক পুত্র ও ছয় কন্যা সন্তানের জননী ছিলেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন মরহুমা আনোয়ারা বেগম । অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ সোমবার মাগরিবের নামাজের খরুলিয়া বাজার সংলগ্ন মসজিদের মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে।