ইমাম খাইর, সিবিএনঃ
নারী পর্যটকের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোঃ রাব্বি ওরফে রাকিব (২৩) নামের ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
এ সময় তার ব্যবহারের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পালিয়ে গেছে আরো দুই সহযোগী।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে হোটেল মোটেল জোনের টিএন্ডটি সড়ক থেকে ছিনতাইকারী রাকিবকে আটক করা হয়।
সে শহরের লাইটহাউজ এলাকার মোঃ হোসাইনের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এই সংবাদ জানিয়েছে।
তার তথ্য মতে, উম্মে কুলসুম এনি, নুরুল আবছার ও দিদারুল আলম চৌধুরী নামে চট্টগ্রামের তিন পর্যটক অটোতে করে সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলীর দিকে যাচ্ছিল।
চলমান অবস্থায় উম্মে কুলসুম এনির হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পথে চিৎকার শুনে মোটরসাইকেল আরোহী তিনজনের পিছু ধরে ট্যুরিস্ট পুলিশ। সঙ্গে ভিকটিমসহ অন্য দুই পর্যটকও ছিলেন।
মো. রেজাউল করিম জানান, ইন্সপেক্টর গাজি মিজানুর রহমান মোটরসাইকেলযোগে ছিনতাইকারীদের রেস করে টিএন্ডটি রোডে গিয়ে পৌঁছে। সেখানে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করে। বাকি ২ ছিনতাইকারী তাদের ব্যবহৃত মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।