বার্তা পরিবেশক
গত ২৭ আগস্ট ’২২ খ্রি. অনলাইন পোর্টাল কক্সটাইমস২৪ এ উল্লেখিত শিরোনামের সংবাদটি আমার মনোযোগ আকর্ষণ করেছে। সংবাদে আমাকে জড়িয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। যা রীতিমত মানহানিকর। সংবাদ প্রস্ততকালে আমার বক্তব্য নেওয়ার কথা থাকলেও এক্ষেত্রে তা মানা হয়নি যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ এবং হলুদ সাংবাদিকতার নামান্তর। আমি উক্ত ডাহা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত সত্য এই যে, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিগত ২০১১ ও ২০১৮ সালে ইসলামপুর ইউনিয়ন আ’লীগের সদস্য ছিলাম। ২০১৯ সালের কমিটিতেও ওয়ার্ড আ’লীগের সদস্য হিসেবে আমার নাম রয়েছে। সংবাদে দাবী করা হয়েছে আমি আ’লীগের অফিস ভাংচুর ও বিএনপি জামায়াতের রাজনীতির সাথে জড়িত। আমি চ্যালেঞ্জ করছি আমি কখনও এধরনের কাজে জড়িত কিংবা সম্পৃক্ত ছিলামনা। এদিকে কিছুদিনের মধ্যেই ইসলামপুর ইউনিয়ন আ’লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত কাউন্সিল ও সম্মেলনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে চলছে ব্যাপক প্রচার প্রচারনা। যাচ্ছি কাউন্সিলর ও সম্মানিত ডেলিগেটবৃন্দর দ্বারে দ্বারে। যে কারনে আমার পক্ষে সৃষ্টি হয়েছে ব্যাপক গনজোয়ার। এসব সহ্য করতে না পেরে প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। সম্মেলন উপলক্ষে গত ২৫ আগস্ট ইউনিয়ন আ’লীগ আহুত শান্তিপূর্ণ বর্ধিত সভা চলাকালে একটি গ্রুপ অনর্থক আমার বিরুদ্ধে ভূঁয়া অভিযোগ তুলে ফায়দা হাসিলের চেষ্টা চালায় এবং কিছু বহিরাগত সন্ত্রাসী ব্যাপক হট্টগোল সৃষ্টির মাধ্যমে সভা পন্ড করে দেয়। বিষয়টি কক্সবাজার জেলা আ’লীগকে অবহিত করেছি। এ বিষয়ে সম্মানিত জেলা আ’লীগ নের্তৃবৃন্দ আজ শনিবার সন্ধ্যায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানতে পেরেছি। জেলা আ’লীগ যে সিদ্ধান্ত দেবেন তা আমি তা মাথা পেতে নেব। কিন্ত তার আগে এধরনের অপপ্রচার এবং মানহানিকার কর্মকান্ড কতটুকু যুক্তিযুক্ত তা আমার বোধগম্য নয়। সেদিনের বর্ধিত সভায় উর্ধ্বতন নের্তৃবৃন্দের উপস্থিততিতে তাদের এহেন অশোভন আচরনের তীব্র নিন্দা জানানোর ভাষা আমার নেই। দল করলে যে দলের নীতি আদর্শ মেনে চলতে হয় নের্তৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শণ করতে হয় সেটিও বোধয় তারা ভূলে গেছে। প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আরিফুল ইসলাম, সদস্য ৫ নং ওয়ার্ড আ’লীগ ইসলামপুর ইউনিয়ন শাখা ।
“বর্ধিত সভা হট্টগোলে ইসলামপুরে সেই বিএনপি নেতা আ’লীগ নেতা মরিয়া” শীর্ষক সংবাদের প্রতিবাদ
