মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশে দাবা খেলা একটি অত্যাবশকীয় ও যুগোপযোগী খেলা। বর্তমান যুব ও কিশোর সমাজ সহ কোমলমতি শিশুরা দিন দিন খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। মাদকের নেশা ও মোবাইলের প্রতি আসক্তির কারণে মেধাবী শিক্ষার্থীদের হারিয়ে ফেলছি। স্কুলের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি যদি দাবা খেলাকে বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নেয়, তাহলে তাদের মানসিক বিকাশের ধারা অত্যন্ত সুস্থ ও শক্তিশালী হবে।
শনিবার ২৭ আগস্ট স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা “Marks Active School Chess Champs” এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম পিপিএম (বার) একথা বলেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে, কক্সবাজার জেলা পুলিশ এর ব্যবস্থাপনায় ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায়, কক্সবাজার পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।
বাংলাদেশ চেস ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠানরত এ উদ্বোধনী অনুষ্ঠানে এসপি মোঃ মাহফুজুল ইসলাম আরো বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে আমরা খুঁজে বের করতে চাই, কক্সবাজার জেলার সেরা ক্ষুদে দাবাড়ুদের। যাতে পরবর্তীতে তারা জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে আগামীদিনে গ্রান্ডমাস্টার হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম সহ বাংলাদেশ দাবা ফেডারেশন, কক্সবাজার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, অরবিটার এবং আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।