নিজস্ব প্রতিবেদক
দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় দুইজন ছাত্র হিফয সবক সমাপ্ত করেছে।
তারা হলেন, মহেশখালীর আব্দুল গফুরের ছেলে ইমরুল কায়েস রিশাত ও উখিয়া কুতুপালংয়ের রহমাতুল্লাহর ছেলে সাখাওয়াত হোসেন শাহিন।
রবিবার দুপুরে তাদের সবকের সমাপনী হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইমাম পরিষদের সভাপতি মুফতি সোলাইমান কাসেমী। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর সভাপতিত্বে দুআ মাহফিলে বিশেষ আলোচক ছিলেন হুফফাজুল কুরআন সংস্থা কক্সবাজার জেলা সভাপতি শায়খ হাফেজ মুবিনুল হক, টেকনাফ সভাপতি শায়খ হাফেজ নুরুল আমিন।
এতে গুরুত্বপূর্ণ নসীহত করেন বিশিষ্ট আলেমেদ্বীন, খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুফতী আবু মুসা।
এতে অভিভাবকবৃদ উপস্থিত ছিলেন। সবক সম্পন্নকারী দুই ছাত্রের শিক্ষক হাফেজ শাহরিয়ার আসিফ এবং হাফেজ ইশফাকুর রহমানসহ যাদের আন্তরিক পরিশ্রমে হিফজ সমাপ্ত করেছেন, তাদের জন্য সবাই দোয়া করেছেন।
দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় হিফয সবক সমাপনী অনুষ্ঠান
