নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:

কুমিল্লায় পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন অবমাননার জের ধরে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় যাতে কোন দুষ্কৃতকারী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য মন্দিরে মন্দিরে তৎপরতা শুরু করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। পেকুয়া উপজেলার মন্দির পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান জাহাংগীর আলম ছাড়াও আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং চলমান শারদীয় দুর্গোৎসবের মণ্ডপগুলোতে যাতে কোন ধরণের নাশকতামূলক ঘটনা সংঘটিত করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন থেকে ইউনিয়নে ছুঁটে যান। এ সময় তিনি প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সতর্কতার সাথে নিজ নিজ এলাকার পূজামণ্ডপসহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধক্রমে এই নির্দেশনা দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকেও পোষ্ট দেন।