শেফাইল উদ্দিন:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।সোমবার (২৯ আগষ্ট) বিকালে উপজেলার ইউনিয়ন বিএনপিসমূহের উদ্যোগে ইউনিয়ন সমূহে এ কর্মকসূচি পালিত হয়।

জানা যায়, সদর ইউনিয়ন ঈদগাঁও বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ঈদগাহ বাস স্টেশন হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে “ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর” স্লোগান দেয়া হয়। জালালাবাদ, ইসলামাবাদ, পোকখালি এবং ইসলামপুর ইউনিয়নের উদ্যোগেও পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

কক্সবাজার-রামু-৩ আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় বিএনপির বিক্ষোভে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদ জানানো হয়। সমাবেশ ও মিছিলে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।