সোয়েব সাঈদ, রামু :
কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও প্রাইভেটকার এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বুধবার, ৩১ আগস্ট সকাল ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চাকমারকুল মাদ্রাসা গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রামু তুলাতলী হাইওয়ে পুলিশের ওসি মিজবাহ উদ্দীন জানিয়েছেন- কক্সবাজার শহরমুখী প্রাইভেটকার ও বিপরীতমুখী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে পিকআপের হেলপার নিহত হন। গুরুতর আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।