মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় হত্যা মামলার বাদীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার ৩১ আগস্ট কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন বাদীকে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম এ তথ্য জানিয়েছেন।
২০১৯ সালের ৩০ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম ধেচুয়া পালং এলাকার মোহাম্মদ ফেরদৌসকে তার পুত্র আবদুল কাদের চোরা মেরে খুন করে। এ ঘটনায় মোহাম্মদ ফেরদৌসের আরেক পুত্র মোহাম্মদ আবদুল্লাহ মেম্বার বাদী হয়ে তার ভাই আবদুল কাদেরকে একমাত্র আসামী করে রামু থানায় ফৌজদারি দন্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার রামু থানা মামলা নম্বর : ৩২/২০১৯ ইংরেজি, জিআর মামলা নম্বর : ২৭৮/২০১৯ ইংরেজি (রামু) এবং এসটি মামলা নম্বর : ৮৮৫/২০২২ ইংরেজি।
এ মামলার বাদী মোহাম্মদ আবদুল্লাহ মেম্বার বুধবার ৩১ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তার ভাই, পিতা হত্যার একমাত্র আসামী আবদুল কাদের ঘটনার সাথে কোনভাবেই জড়িত নয় বলে আদালতে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেন। যাতে তার ভাই পিতা হত্যাকারী আবদুল কাদেরের কোন শাস্তি না হয়। অথচ মোঃ আবদুল্লাহ মেম্বারের দায়ের করা মামলার এজাহার ও তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত চার্জশীটে আবদুল কাদেরকে পিতার একমাত্র খুনি হিসাবে দেখানো হয়েছে।
এ অবস্থায় পিতার খুনি ভাইকে বাঁচানোর জন্য আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে আদালতের বিজ্ঞ বিচারক আবদুল্লাহ আল মামুন মামলার বাদী ও মিথ্যা সাক্ষ্য প্রদানকারী মোঃ আবদুল্লাহ মেম্বারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।