আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে ছেলের ছোড়া গুলিতে বাবা মো. ইউনুছ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মো. ইউনুছ ওই এলাকার মৃত হোছেন আহমেদের ছেলে। অভিযুক্ত আবদুল আমিন (২৮) তার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নাজিরপাড়া এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে আবদুল আমিনের সঙ্গে প্রতিবেশী আবুল ফয়েজের বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের স্বজনসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এক পর্যায়ে আবদুল আমিন কোমর থেকে পিস্তল বের করে ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ফয়েজ সরে পড়লে ঘটনাস্থলে থাকা ইউনুছের হাতে গুলি লাগে। তাৎক্ষণাত আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তরত চিকিৎসক হাফিজা আক্তার জানান, ‘বাঁ হাতে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ছোড়া গুলি বাবার হাতে লেগেছে। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।