খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় অংথোই মারমা ওরফে আগুন (৫২) নামে ইউপিডএফ’র স্থানীয় এক সংগঠককে গুলি করে হত্যা করেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অংথোই মারমার পিতার নাম কংহ্লাউ মারমা। তার বাড়ি উপজেলার বুদুংপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া নামক স্থানে আগে মুখোশধারী সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।