লামা প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় বাড়ির মালিকের ছেলে কর্র্তৃক স্বামী পরিত্যাক্তা ভাড়াটিয়া নারীর বাক প্রতিবন্ধী (১৫) কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ বছর বয়সী তানভির নামের এক কিশোরকে শনিবার বিকেলে আটক করে পুলিশ। তানভির পৌরসভা এলাকার নারকাটাঝিরি গ্রামের বাসিন্দা আবদুস ছত্তারের ছেলে। এদিকে অভিযুক্ত কিশোরের বাবা আবদুস ছত্তারের দাবী, পারিবারিক বিরোধের জের ধরে ছেলে তানভিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নির্যাতিতার মা তার বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে নিয়ে নারকাটাঝিরিস্থ আবদুস ছত্তারের ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নির্যাতিতার মা বাড়ির মালিকের ছেলে তানভিরকে একটি খালি গ্যাস সিলিন্ডার তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য পাঠায়। এ সময় তানভির ঘরের মধ্যে কিশোরীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে ধর্ষণের ঘটনা অভিযুক্ত তানভিরের মা বাবাকে জানালে তারাও একই ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে শনিবার বিকেলে তানভিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার মা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, অভিযুক্ত কিশোরকে আটক করার পাশাপাশি ভিকটিমকে মেডিকেল পরীক্ষা সম্পন্নের লক্ষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।