নিজস্ব প্রতিবেদকঃ
খেলাফত মজলিস কক্সবাজার জেলার উপজেলা প্রতিনিধি সম্মেলন ও তরবিয়তি সভা আগামী ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা আড়াইটায় শহরের হোটেল মিশুকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খোরশেদ আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আলম আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আবু মুসা।
প্রতিনিধি সম্মেলন উপলক্ষে শনিবার সকালে মহেশখালীর শাখা দায়িত্বশীলদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী।
বিশেষ অতিথি ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম মঞ্জু।
এতে উপজেলা সভাপতি মাওলানা রহমতুল্লাহ, খেলাত মজলিস নেতা মাওলানা মোঃ জুনাইদ, মাওলানা আজিজুল্লাহ, হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান, হাফেজ মাওলানা একরামুল হক, মাওলানা শফিউল আলম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা নুরুল আলম ও হাজী একরামুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।