নিজস্ব প্রতিবেদক
আসন্ন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মাহবুবুল হক মুকুল বঙ্গবন্ধুর আদর্শ লালন করা এক সময়ের তুখোড় ছাত্রনেতা। দলীয় পদ-পদবী ব্যবহার করে কোন সুযোগ সুবিধা নেননি। তাই মাঠে ময়দানে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ সবার কাছে স্পষ্ট। লোভ-লালসা ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দলীয় কার্যক্রমে সক্রিয় থেকেছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল। অনেকে তাকে দলের জন্য ‘নিরাপদ ও বটবৃক্ষ’ মনে করেন।

বয়স, রাজনীতির সায়াহ্নে জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি তার জন্য উপযুক্ত প্রাপ্তি ও অধিকার মনে করছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মাহবুবুল হক মুকুল কক্সবাজার শহরের পানবাজার সড়কস্থ ফিরোজা শপিং কমপ্লেক্সের  মালিক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের পিতা।