আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের বরইতলি এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশী মদ ও ১৫২ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কাজী আল-আমিন(বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার
(৭সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানার আওতাধীন বরইতলি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন টেকনাফ—উখিয়া রোডের পশ্চিম পার্শ্বের পাহাড়ি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় অভিনব কায়দায় লুকানো ৫টি বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বস্তা গুলো তল্লাশী করে ২৬ বোতল বিদেশী মদ (গ্রান্ড রয়েল) এবং ১৫২ ক্যান (আন্দামান ও ডায়াব্লো) বিয়ার জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান,জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।