প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্টেশনে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজীর ছেলে মাওলানা আনওয়ার শাহ’র মালিকানাধীন স্মার্ট ইলেকট্রনিকস এন্ড টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
৮ সেপ্টেম্বর শেষ রাত তিনটায় সংঘটিত ভয়াবহ এ অগ্নিদূর্ঘটনায় ঈদগাঁও স্মার্ট ইলেকট্রনিকস এন্ড টেলিকম নামক এ দোকানে দোকানের ভিতরে থাকা স্মার্টফোন, কম্পিউটার, নগদ টাকা ও নামিদামি আসবাপত্র সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের স্বত্বাধিকারী মাওলানা আনওয়ার শাহ।
মর্মান্তিক এ দূর্ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মাওলানা আনওয়ার শাহ’র প্রতি সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা প্রতিনিধি দল।
৮ সেপ্টেম্বর বিকেলে জেলা আমীর মাওলানা আবদুল খালেক নিজামীর নেতৃত্ব এ প্রতিনিধি দলে ছিলেন, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানপাট পরিদর্শন করেন এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মাওলানা আনওয়ার শাহসহ আরও যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তপূর্বক এ অগ্নিদূর্ঘটনার মূল কারণ উদঘাটন করে যথাযথ পদক্ষেপ গ্রহন এবং ঈদগাওতে অবিলম্বে ফায়াস সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানান। নেতৃবৃন্দ আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতে তাওফিক কামনা করেন যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতি পুষিয়ে উঠে হালাল রুজির অবলম্বন ব্যবসা প্রতিষ্ঠানটি পূনরায় চালু করতে পারেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।