মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
শনিবার ১০ সেপ্টেম্বর চকরিয়াতে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী কাউন্সিলে এমপি জাফর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূণরায় সভাপতি নির্বাচিত হন। এমপি জাফর আলম বর্তমানেও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলন দুপুর দেড়টার দিকে শেষ হয়। এরপর ২ টার দিকে শুরু হয় কাউন্সিল অধিবেশন। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হলো চকরিয়া উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন। এতে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন সংসদ সদস্য জাফর আলম।
সম্মেলনে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ সহ অনেকে।
কাউন্সিলে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবু মুছা, জামাল উদ্দিন জয়নাল সহ ৪ জন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।