নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সিকদার পাড়ায় আবেদিয়া মডেল মাদরাসা ও হিফযখানায় হিফয বিভাগ উদ্বোধন হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও চট্টগ্রামের সীতাকুণ্ড আলিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মুফতি মাহমুদুল হক।

তিনি বলেন, দ্বীনি শিক্ষা ছাড়া সঠিক জাতি গঠন হতে পারে না। সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দরকার।

মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম বশরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার জেলার সভাপতি ও খুরুশকুল তেতৈয়া আলিম মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মুফতি মাওলানা জয়নাল আবেদীন প্রধান বক্তা এবং কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হক প্রধান আলোচক ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার খানকাহ হামেদিয়া জামে মসজিদের খতীব মাওলানা আবদুস সালাম, বিশিষ্ট সমাজসেবক ফেরদাউস চৌধুরী, প্রফেসর গিয়াস উদ্দিন, মাস্টার ফরিদুল আলম, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর।

এ ছাড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব বশির উল্লাহ (রঃ) এর সুযোগ্য সন্তান এহেসান উল্লাহ, মোহাম্মদ মমতাজুল হক, মোহাম্মদ ছৈয়দুল হক, মনিরুল হক, মোঃ মুমিনুল হকসহ অভিভাবক অভিভাবিকা ও সমাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আবেদিয়া মডেল মাদরাসা ও হিফযখানায় হিফয বিভাগে ২৪ জনসহ দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। যেখানে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক ও উচ্চশিক্ষিত শিক্ষকদের চমৎকার সমন্বয় রয়েছে। সবুজের ছায়াঘেরা ও মনোরম পরিবেশ আকর্ষণ বাড়িয়েছে প্রতিষ্ঠাটির।