সংবাদদাতাঃ
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি উখিয়া উপজেলা উপশাখার কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিসিডিএস সভাপতি আরিফ উল মওলা।
প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক) মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কার্যকরী সদস্য রঘু দাশ, রাজু সেন, আশরাফুল আজিজ।
সম্মেলনে উখিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার ১৩১ জন ঔষধ দোকান মালিকের উপস্থিতিতে আলহাজ্ব ফরিদ আহমেদ সভাপতি ও সাইফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক) নির্বাচিত হয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।