নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার স্বনামধন্য রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ ফাউন্ডেশনের ৪র্থ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ১০ সেপ্টেম্বর) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া মেরিণ ড্রাইভ সংলগ্ন ইন্ট্রাকো ট্যুরিজম স্পটে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল , ফুল দিয়ে অতিথিদেরকে বরণ , অনুষ্ঠান উদ্বোধন, প্রদর্শনী আলোচনা সভা , সম্মাননা ক্রেস্ট প্রদান কেক কাটা ও মধ্যাহ্নভোজ।
দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল আলম। হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রাজাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সানা উল্লাহ, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমদ, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ, কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল মামুন, উখিয়া ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব বিশিষ্ট ব্যবসায়ী
মোহাম্মদ হোসাইন, সমাজ সেবক
রাসেল মোস্তফা , ইমরান সোহেল জিয়াউল হক জিয়া , ব্যবসায়ী জাহেদুল ইসলাম, জে.এস.আর স্টুডেন্টস গ্রুপের সভাপতি জসিম উদ্দিন , মোবারক হোসেন ও রাভসান প্রমূখ।
বক্তারা বলেন , রক্তদান, শীতবস্ত্র বিতরণ, সি বীচে পরিস্কার পরিচ্ছন্নতা, ফ্রি ব্লাড গ্রপিং ক্যাম্পেইন, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, দরিদ্র পরিবারকে সাহায্য করা সহ মানবতা সেবা দিয়ে হাসিমুখ ফাউন্ডেশন জনপ্রিয় হয়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ।
এদিকে ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন ইমরুল কায়েস অভি।
অনুষ্ঠানে মানবিক কাজে সর্বোচ্চ অবদান রাখায় সংগঠনের ৬জন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।