শেফাইল উদ্দিন :
একজন সত্যিকার আওয়ামীলীগের বিজয় হোক বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখায় এমনটাই আশা করছেন দলমত নির্বিশেষে এলাকাবাসী। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি হলেন ঈদগাঁও উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলম মাষ্টারের ছেলে সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গন মানুষের নেতা আলমগীর চৌধুরী হিরোর ছোট ভাই ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক বহুল প্রতীক্ষিত আগামী কাল ১২ সেপ্টেম্বরের সম্মেলন ও কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী হুমায়ূন কবির চৌধুরী হিমু। হিমুর বিজয় মানে আওয়ামীলীগের বিজয় ।
দলমত নির্বিশেষে সবাই এই দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সবচেয়ে বেশি ভাই ভাইরাল হওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
বৃহত্তর ঈদগাতে (ঈদগাঁও) আওয়ামীলীগ মানে ঈদগাহ উত্তর মাইজপাড়ার সবর্জন শ্রদ্ধেয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মু্ক্তিযোদ্ধা মরহুম আলম মাস্টরের পরিবার। আমার জানামতে তাঁদের পরিবারের সকলের রক্তে মিশে আছে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম।
রাজনীতির সুদিন- দুর্দিনে তারা কোন দল বদল করেন নি।
তাঁদের পরিবারের সকলে বৃহত্তর ঈদগাহ’র মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।
এ পরিবারটি প্রিয় সংগঠন আওয়ামীলীগ কিংবা কোন ব্যক্তির সু সময়ের বন্ধু নয়, বরং দুঃসময়ের সাথী।
প্রিয় হুমু ভাই একজন নিরহংকার, নির্লোভ, সৎ, মেধাবী, উচ্চ শিক্ষিত, পরোপকারী, নিখাদ আওয়ামীলীগার।
রাজনীতিতে প্রতিযোগীতা থাকতেই পারে। তবে এ পরিবারের কোন সদস্য যদি প্রিয় সংগঠন আওয়ামীলীগ এর কোন পদে প্রার্থী হন, তাহলে তাদের প্রতিদন্দী হওয়া কেমন জানি বড্ড বেমানান।
কারণ আওয়ামীলীগের দুঃসময়ে মাঠে-ময়দানে, মিছিলে – মিটিং এ আমরা তাদেরকে দেখেছি।
আজকে প্রিয় আওয়ামীলীগ এর সু সময়ে হয়ত অনেকে অনেক দল থেকে এসেছে। দুর্ভাগ্যবশত যদি কোন দিন আওয়ামীলীগের দুর্দিন শুরু হয়, তখন অতিথি পাখিরা ঠিকই নিজের দলে নিজেরা ফিরে যাবেন। কিন্তু হুমু ভাইদের আওয়ামীলীগ ছাড়া অন্য দলে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ এরা খাঁটি আওয়ামীলীগ। এরা কোন দল থেকে মধু খেতে আসন নি।
সবক্ষেত্রে আদর্শবান ও ত্যাগীদের মূল্যায়ন করা সকলের দায়িত্ব ও কর্তব্য।
আশা করছি, আগামী ১২ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ প্রিয় ঈদগাঁও বাসী তথা ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত কাউন্সিলরবৃন্দ তাঁদের পরিবারকে মূল্যায়নের মাধ্যমে প্রিয় হুমু ভাইকে জয়যুক্ত করবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।