সংবাদদাতা
ইহকালে শান্তি ও পরকালীন মুক্তির জন্য কুরআনভিত্তিক সমাজের বিকল্প নাই। আল-কুরআনের সমাজ যতদিন প্রতিষ্ঠা হবে না ততদিন দেশে শান্তি আসবে না। সুতরাং সর্বস্তরে শান্তি এবং মুক্তির জন্য কুরআনভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মজলিস কর্মীদের এগিয়ে আসতে হবে।
শনিবার (১০ সেপ্টেম্বর) খেলাফত মজলিস টেকনাফ উপজেলার নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল্লাহ জিহাদী এসব কথা বলেন।
উপজেলা সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, ইসলাম বিদ্বেষী ও তাগুতি শক্তির কারণে দেশের সর্বস্তরে বিশৃঙ্খলা, অশান্তি বিরাজ করছে। দাওয়াতি তৎপরতা বৃদ্ধির মাধ্যমে জাহেলী শৃংখল ভাঙতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার সহ-সভাপতি মাওলানা হাফেজ ইউনুস ফরাজী।
উপজেলা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম মঞ্জুর সঞ্চালনায় এতে সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ করিম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিব উল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা শামসুল আমিন, মাওলানা মোঃ আরিফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ছাদেক, মাওলানা ছৈয়দ আলম মিসবাহ, মাওলানা শাকের আহমদসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন।