মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু:
কক্সবাজারের রামু উপজেলা ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন,সংরক্ষিত মহিলা সদস্য ১১০ জন ও সাধারণ সদস্য ৩৯১ জন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৭ অক্টোবর ( বুধবার ) দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসারের কার্য্যেলয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী(নৌকা) , বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলম(মোটরসাইকেল) ,সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো(আনারস)।

চাকমারকুল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার (নৌকা), নুরুল আলম(আনারস), সাইফুল ইসলাম(চশমা), আবদুর রাজ্জাক(মোটরসাইকেল) , আবদুল মজিদ(ঘোড়া), ফজলুল ইসলাম(টেবিল ফ্যান), মো. আলমগীর(টেলিফোন) ও আবদুর রহিম(রজনীগন্ধা)।

কাউয়ারখোপ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী যুবলীগ নেতা ওসমান সরওয়ার মামুন(নৌকা),মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ(অটোরিকশা), বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ(ঘোড়া) , সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক(টেবিল ফ্যান),সাইমুন ইসলাম (চশমা), জহির উদ্দিন(আনারস), শামসুল আলম( মোটরসাইকেল)।

জোয়ারিয়ানালা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স(নৌকা) , গোলাম কবির(অটোরিকশা), সাবেক চেয়ারম্যান এম এম নুরুচছাফা(ঘোড়া) আওয়ামীলীগ নেতা আফসার কামাল সিকদার(মোটরসাইকেল), রাশেদুল ইসলাম(আনারস) ও আনচারুল আলম(চশমা) ।

খুনিয়াপালং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ(নৌকা), মো. হাবিবুর রহমান(আনারস), আবদুল হক(চশমা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কবির আহমদ(হাত পাখা), হোছাইন আহমদ(ঘোড়া) , দেলোয়ার হোসেন(অটোরিকশা) , রহিম উল্লাহ (মোটর সাইকেল)ও কামাল উদ্দীন(টেলিফোন)।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহিলা আওয়ামীলীগের সভাপতি খোদেসতা বেগম(নৌকা), বর্তমান চেয়ারম্যান মো. ইউনুস(টেবিল ফ্যান),মোঃ সাইফুল ইসলাম(টেলিফোন), মোহাম্মদ সাইফুল আলম(ঘোড়া) , মো. ওমর ফারুক(মোটরসাইকেল) , এয়াকুব(চশমা), ইয়াছিন মনির সোহাগ(আনারস), মো. শফিউল্লাহ(হাতপাখা), সাদ আল আলম চৌধুরী(অটোরিকশা) ।

ঈদগড় ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম(নৌকা) বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো(আনারস), নুরুল আজিম(মোটর সাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওসমান সরওয়ার (হাতপাখা)

গর্জনিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বাবুল(নৌকা), বর্তমান চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম(টেবিল ফ্যান), আজিজ মওলা(আনারস), মোহাম্মদ শফিউল আলম(ঘোড়া), গোলাম মৌলা চৌধুরী(মোটরসাইকেল) , মুহাম্মদ মুহিব্বুল্লাহ(রজনী গন্ধা),ও গোলাম মওলা (চশমা)।

কচ্ছপিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী(নৌকা), বর্তমান চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান(আনারস), মুহাম্মদ শফিকুল আকবর(ঘোড়া) , জয়নাল আবেদীন(মোটরসাইকেল) , মোহাম্মদ আবু তালেব(রজনীগন্ধা), মো. তৈয়ব উল্লাহ(চশমা) ও শাহেনা আক্তার(টেবিল ফ্যান)।

রাজারকুল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল(নৌকা), বর্তমান চেয়ারম্যান মুফিজুর রহমান(ঘোড়া ), তাজুল ইসলাম(হাতপাখা) , শাহীদ উল্লাহ আনছারী(আনারস)।

রশিদনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোয়াজ্জেম মোর্শেদ(নৌকা), বর্তমান চেয়ারম্যান এম ডি শাহ আলম(আনারস),ও মোহাম্মদ হান্নান সিদ্দিকী(মোটরসাইকেল)।
এ ছাড়া রামু উপজেলার এগার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীসহ, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ কোন ধরনের অপপ্রচার না করার জন্য সবাইকে সতর্ক করেন এবং সুন্দর নিরপেক্ষতার মাধ্যমে আগামী ১১ নভেম্বর নির্বাচন শেষ করার অনুরোধ করেন।