জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক পরিষদ এবং ফাইন্যান্স কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সবকটি পদে আওয়ামীলীগ পন্থী নীল দলের শিক্ষকরা পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

আজ ১৩ সেপ্টেম্বর (২০২২) মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচন পরিচালনা করেন ।
বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
সিন্ডিকেটে নির্বাচিত ৬জন শিক্ষক প্রতিনিধি হলেন – ডিন ক্যাটাগরিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক ক্যাটাগরিতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিসেস মাহিন মোহিদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

একাডেমিক পরিষদে নির্বাচিত ৬জন শিক্ষক প্রতিনিধি হলেন- সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাত রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস মন্দিরা চৌধুরী ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ এবং সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে ওষুধ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. আ. স. ম. মনজুর আল হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামান ও আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মমিন ইসলাম।
ফাইন্যান্স কমিটিতে নির্বাচিত ১জন শিক্ষক প্রতিনিধি হলেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।