শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুতুবদিয়ায়ও গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কুতুবদিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ২৬টি কেন্দ্রে এ গণটিকার ২য় ডোজের কার্যক্রম পরিচালিত হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৮০ লক্ষ গণটিকা ১ম ডোজ প্রদান করা হয়েছিল। সেই হিসেবে কুতুবদিয়ায়ও এই গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। এ দিনে উপজেলায় ৯ হাজার ৪শ ৩২ জনকে গণটিকা দেয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে ১ম ডোজ গ্রহণকারীদের ২য় ডোজ দেয়া হবে বলে জানান তিনি।