আশরাফ বিন ইউসুফ:
কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইক্যং বাজার এলাকা হতে র্যাব-১৫ এর অভিযানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের অর্ধ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
জানা যায় , র্যাব-১৫ কক্সবাজার গোপন সুত্রে খবর পায় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন মোলা পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫,কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার সকাল অনুঃ ০৬.০০ ঘটিকার সময় বর্ণিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় শামসুল আলমের পুত্র মোঃ ফারুক(২২) কে আটক করতে সক্ষম হন। এবং অপর আসামি মঞ্জুর (৩৫) পিতা- আওয়াল হাকিম প্রকাশ ওয়াল হাকিম সাং- রোহিঙ্গা ক্যাম্প-১৪ হাকিমপাড়া, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে সাং-হোয়াইক্যং, ওয়ার্ড নং-০২, ইউপি- হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগের ভেতর হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৪৯৫ (চারশত পঁচানব্বই) গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, পলাতক ও ধৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) তাদের নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
এলাকার মানুষ সূত্রে জানা যায়, ঐ পরিবার টি পুরোপুরি ইয়াবার সাথে জড়িত । কয়েক বছর আগে তাদের নুন আনতে পানতা পুরাত সেই রকম কঠিন অবস্থা ছিল ঐ পরিবারের। ঐ পরিবারের বড় ছেলে শমশুল আলম বছর দেড়েক আগে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক হয়। পরবর্তীতে প্রদীপের আমলে মোহাম্মদ আলম প্রকাশ বিকাশ আলম ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।