জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারে এমন খবরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। কেউ কেউ সশস্ত্র মহড়া দিয়েছে ।
জানা যায়,গত ১১সেপ্টেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আরো কিছু সংখ্যক নেতাকর্মী কে যুক্ত করা হয়েছে।
ছাত্রদল সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মিলে নাই।ভিসি সাড়া দিলে আগামীকাল/পরশু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে যে কোন মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে পারে এমন আশঙ্কা থেকে আজ ২৬ সেপ্টেম্বর (২০২২) সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি , মধুর ক্যান্টিন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কিছু নেতাকর্মীদেরকে মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের ফজলুল হক মুসলিম হল,অমর একুশে হল এবং ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার নেতাকর্মীরা।
জানতে চাইলে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “আপনারা দেখে থাকবেন বিগত দিন গুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল নামে তথাকথিত যে ছাত্র সংগঠন ,যারা মূলত ছাত্র নয় অছাত্র। তারা বিভিন্ন সময় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঠুকে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করার প্রয়াস চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করেছে। আমাদের কাছে এরকমই একটা নিউজ ছিল যে তারা আজকেও ক্যাম্পাসে ঠুকে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার কথা ছিল। কিন্তু, আমরা যারা ছাত্রলীগ এর কর্মী, দেশরত্ন শেখ হাসিনার কর্মী। আমরা মোটেও চাইনা যে ঐ স্বাধীনতা বিরোধী অপশক্তি আবার আমাদের ক্যাম্পাসে ঠুকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করুক। তাই, আমরা আমাদের সচেতনতার যায়গা থেকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনার সহ ক্যাম্পাসের অন্যান্য যায়গাতে অবস্থান নিয়ে ছিলাম যাতে ঐ সন্ত্রাসী ছাত্রসংগঠন আবার কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে।
তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম সোহেল জানান, ছাত্রদল যে কোন মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিবে। আমরা সহ-অবস্থান চাই। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই আগামীকাল/পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান এর সাথে দেখা করতে চাই।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।