মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলায় স্থানীয় জনগন, পর্যটক ও ক্ষুদ্র নৃ-গোষ্টিদের সুপেয় পানির চাহিদা মেটাতে গভীর নলকূপ স্থাপন করলো বেসরকারী সংস্থা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট্র। উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পুলং পাড়ায় স্থাপিত গভীর নলকূপের উদ্বোধন করেন, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম ও সুপার স্টার গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মীর মোশারফ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গভীর নলকূপ স্থাপনের ফলে এলাকার ২৫০ পরিবারের মানুষ সূপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী ও স্থানীয় জসিম উদ্দিন, নুরুল আবচার ও ওসমান গনি। সুপার স্টার গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মীর মোশারফ হোসেন বলেন, আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের ‘ওয়াটার প্রজেক্ট’ এর আওতায় দেশের ৪৮টি জেলায় স্থাপন করা হয়েছে ৮০টি পানির পাম্প। যেখান থেকে প্রতিদিন সুপেয় পানির সুবিধা পাচ্ছে প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ। এ ধারাবাহিকতায় এ উপজেলায়ও গভীর নলকূপ স্থাপনের পর বুধবার দুুুপুরে উদ্ভোধন করা হয়েছে। আরো বেশি মানুষকে এ সুবিধার আওতায় আনতে ট্রাস্টটির কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে চলেছে বলেও জানান ডিভিশনাল সেলস ম্যানেজার মো. মীর মোশারফ হোসেন।