মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে আলীকদম ও লামা ৭টি পুজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছে আলীকদম সেনা জোন। ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ উপলক্ষ্যে সেনা জোন সদরে জোন কমান্ডকর লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পূজা পরিচালনা কমিটির হাতে অনুদান বিতরণ করেন। এরমধ্যে আলীকদমে ৫টি ও লামায় ২টি পুজা মন্ডপ রয়েছে।
আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরসহ লামা আলীকদমের ৭টি পুজা মন্ডপে আর্থিক অনুদান প্রদানকলে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান বলেন, লামা ও আলীকদমের পূজা মন্ডপে নিরাপত্তার সাথেই দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আলীকদম জোন আপনাদের পাশে রয়েছে। উপস্থিত মন্দিও কমিটির সদস্যদের তিনি সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।