আবদুল মালেক সিকদার ,রামু:
রামুতে অবৈধ বালু মহালে ২৯শে সেপ্টেম্বর( বৃহস্পতিবার) সকাল ১১ টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও পিকআপ গাড়িসহ মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘ দিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া এলাকার মোস্তাক মেম্বার অবৈধ উপায়ে রেজু খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ বালু মহাল থেকে প্রায় ৪ হাজার ফুট বালি জব্দ করে প্রশাসন।
অন্যদিকে থোইংগাকাটা এলাকায় অবৈধ বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ হাজার ঘনফুট বালু, বালু উত্তোলনের সরঞ্জাম, পিকআপ গাড়ি ও মোটরসাইকেলসহ জব্দ করে উপজেলা প্রশাসন।
জব্দকৃত বালু খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক কোম্পানিকে জিম্মায় দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা,জব্দকৃত পিকআপ গাড়ি ও মোটরসাইকেল,বালু উত্তোলনের সরঞ্জাম, নিয়ে আসে উপজেলায়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা নেতৃত্বে অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি, খুনিয়াপালং ইউনিয়ন ভূমি অফিসের তসিলদার আবছার কামাল, রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মী সহ আনসার সদস্যরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।